শৈশব থেকেই অভিনয়ের প্রতি ছিল তার তুমুল আগ্রহ। চার বছর বয়স থেকেই অভিনয় শুরু করেন এ অভিনেত্রী। এরপর পর্যায়ক্রমে ৩০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। এগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। তিনি হচ্ছেন ভারতে কন্নর চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এইচএস কীর্থনা।
একদিকে শোবিজ দুনিয়ার হাতছানি, একের পর এক সিনেমা। সেই সঙ্গে সাফল্য, পুরস্কারসহ অনেক প্রাপ্তি। আর অন্যদিকে ভারতের সর্বোচ্চ সরকারি প্রশাসনিক পদে যাওয়ার তীব্র বাসনা। বিনোদন অঙ্গনের এমন মানুষ খুব একটা দেখা যায় না।