You have reached your daily news limit

Please log in to continue


বউ বলেছে, অস্কার জিতলেই চতুর্থ সন্তানের বাবা হতে পারবে

হলিউড অভিনেতা কিরান কালকিন। জ্যাজের সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেতা। এ দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান। কিন্তু কিরান চার সন্তানের বাবা হতে চান। আর এতে শর্ত জুড়ে দেন স্ত্রী জ্যাজ। তার শর্ত ছিল, অস্কার পুরস্কার জিতলে চতুর্থ সন্তান উপহার দেবেন তিনি।

স্ত্রীর শর্ত পূরণ করেছেন কিরান। ‘আ রিয়েল পেইন’ সিনেমার জন্য সেরা সহ অভিনেতা বিভাগে অস্কার পুরস্কার পেয়েছেন তিনি। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের পুরস্কার গ্রহণের পর স্ত্রীর শর্তের কথা বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করেন এই অভিনেতা। যা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা করছেন।

রবার্ট ডাউনি জুনিয়রের হাত থেকে পুরস্কার নিয়ে কিরান রসিকতা করে বলেন, ‘হে ঈশ্বর, এটা দারুণ আমি জানতামও না অসংখ্য ধন্যবাদ। আমার কাছে এটা বড় প্রাপ্তি।’

তিনি বলেন, ‘দাঁড়ান, আপনাদের সকলের সঙ্গে একটা কথা শেয়ার করি। জ্যাজের সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল সন্তান নিয়ে সেটাই বলব। দয়া করে মিউজিক চালিয়ে দেবেন না কেউ। এক বছর আগে, আমি জ্যাজকে বলেছিলাম, আমার তৃতীয় সন্তান চাই। ও আমাকে শর্ত দিয়েছিল যদি আমি এমি পুরস্কার জিতে ফিরি, তাহলেই সন্তান নিয়ে আসবে। ও ভাবেনি আমি জিততে পারি। সে যাই হোক! শো শেষের পর যখন পার্কিং লট দিয়ে যাচ্ছি তখন জ্যাজ আমাকে বলে, হে ঈশ্বর, আমি তোমাকে কথাটা বললাম, মানে এবার আমায় তৃতীয় সন্তান নিয়ে আসতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন