
১৫ গান নিয়ে ‘ব্ল্যাকপিংকের’ লিসার প্রথম অ্যালবাম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১৩:৩৯
দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের ব্যান্ড ‘ব্ল্যাকপিংকের’ এবার আরেক শিল্পী লিসার একক অ্যালবাম প্রকাশ পেয়েছে।
‘অলটার ইগো’ নামের প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে এসেছেন লিসা।
দ্য কোরিয়া টাইমস লিখেছে, কোরিয়ার সনি মিউজিক এন্টারটেইনমেন্ট লিসার অ্যালবাম প্রকাশ করেছে। ১৫ টি গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম।
‘অলটার ইগোতে’ রক্সি, সুন্নি, কিকি, ভিক্সি ও স্পিডি এই পাঁচটি চরিত্রে নিজেকে তুলে ধরেছেন এই গায়িকা।
- ট্যাগ:
- বিনোদন
- অ্যালবাম
- একক অ্যালবাম