
অজানা প্রশ্নের উত্তর মিলবে কবে
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় পিলখানা ট্র্যাজেডি। পিলখানা হত্যাযজ্ঞের মাধ্যমে দেশপ্রেমিক সেনাকর্মকর্তাদের হত্যা করে রাষ্ট্রীয় নিরাপত্তাকে চরম হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছিল। এ ট্র্যাজেডি জাতীয় জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের একটি।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় নিমর্ম হত্যাকাণ্ডের শিকার হন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ জন দেশপ্রেমিক সামরিক কর্মকর্তা। এছাড়া বিডিআর সদস্য ও বেসামরিকসহ আরও ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন মেজর জেনারেল, দুজন ব্রিগেডিয়ার জেনারেল, ১৬ জন কর্নেল, ১২ জন লে. কর্নেল, ২৫ জন মেজর, একজন ক্যাপ্টেন ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সামরিক ইতিহাসে একদিনে এত বিশালসংখ্যক সেনা কর্মকর্তার মৃত্যুর নজির খুঁজে পাওয়া যায় না।