রাতে ঘুম আসছে না? জেনে নিন সহজ পদ্ধতি

যুগান্তর প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৭

রাতে বিছানায় গেলেও ঘুম নেই। এপাশ-ওপাশ করছেন, কিন্তু ঘুম আসছে না? মাঝ রাতে চট করে ঘুম ভেঙে গেল, এরপর আর চোখের পাতা এক হচ্ছে না— নানা সমস্যার বড় সমস্যা হচ্ছে— ঘুম আসছে না। এবার ঘুম না এলে কী করবেন জানিয়েছেন বিশেষজ্ঞরা।


সাসেক্স বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক বিশেষজ্ঞ চিকিৎসক ফেইথ অর্চার্ড বলেছেন, আমি ঘুমাতে পারছি না। এর খুব স্বাভাবিক কারণ হতে পারে— আমার মস্তিস্ক কোনো কারণে বিরক্ত হয়ে আছে অথবা আমি খুব দুশ্চিন্তা করছি। এ রকম হলে আমি একটি বই নিয়ে পড়তে শুরু করি এবং একটু হালকা অনুভব করার আগ পর্যন্ত পড়তে থাকি।


লন্ডনের রয়াল ব্রম্পটন হাসপাতালের স্লিপ মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও ব্রিটিশ স্লিপ সোসাইটির প্রেসিডেন্ট ড. অ্যালি হায়ার বলেছেন, আমি যখনই অনিদ্রায় ভুগি, এর প্রধান কারণ হয় আমার স্বামী বিছানায় বারবার পাশ ফিরছে কিংবা জোরে জোরে নাক ডাকছে। তাই আমি 'স্লিপ ডিভোর্স' পদ্ধতি বেছে নিই এবং অন্য একটি ঘরে ঘুমাতে চলে যাই।


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্লিপ মেডিসিন বিভাগের অধ্যাপক কলিন ইসপি বলেছেন, ঘুম না এলে আমি বিছানা ছেড়ে উঠে যাই এবং আবার নতুন করে এসে শুই। এটা একটা রিবুট সিস্টেমের মতো কাজ করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও