যুক্তরাজ্যের গ্রাহকদের জন্য সর্বোচ্চ স্তরের ডেটা সুরক্ষা টুল ‘অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন’ (এডিপি) বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। যুক্তরাজ্য সরকার ব্যবহারকারীর ডেটায় প্রবেশাধিকার চাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাগরিকদের ব্যক্তিগত ডেটা সহজেই দেখতে পারবে।
এডিপি ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ সুরক্ষাব্যবস্থা, যেখানে শুধু অ্যাকাউন্টের মালিকেরাই তাদের আইক্লাউডে সঞ্চিত ছবি বা ডকুমেন্টগুলো দেখতে পারেন। এটি একটি এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে সুরক্ষিত থাকে। কিন্তু চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য সরকার এমন একটি সুযোগ চেয়েছিল যার মাধ্যমে তারা এই ডেটা দেখতে পারবে, যার প্রবেশাধিকার এখন পর্যন্ত অ্যাপলেরও নেই।