বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, বিশেষ করে ক্ষুদ্র কৃষক, প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায় সমিতি (সংশোধন) আইন ২০১৩ প্রণয়ন করা হয়েছিল সমবায় সমিতিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদের জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার জন্য।
তবে বেশ কয়েকটি আইনি ও প্রশাসনিক চ্যালেঞ্জ সমবায়গুলোকে তাদের পূর্ণ সম্ভাবনা অর্জনে বাধা দেয়। আজকের সংলাপে সমবায় সমিতি আইনে প্রয়োজনীয় সংস্কারের মূল ক্ষেত্রগুলোর রূপরেখা দেয়া হয়েছে এবং বাংলাদেশে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার জন্য সুপারিশ প্রদান করা হয়েছে।