মাতৃভাষা ও ইসলাম

জাগো নিউজ ২৪ মাহমুদ আহমদ প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৩

আজ একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষাকে অনেক গুরুত্ব দিয়েছে ইসলাম। ভাব প্রকাশক উক্তি বা সংকেতই হলো ভাষা। ভাষা হচ্ছে মানুষের মনোভাব, অনুভূতি প্রকাশের ধ্বনি নির্ভর মাধ্যম।


একটি শিশু জন্মের পর ধীরে ধীরে যে ভাষায় প্রথম কথা বলে, মনের ভাব প্রকাশ করে এবং যে ভাষাজাত সাংস্কৃতিক আবহের মধ্য দিয়ে সে বড় হয়ে ওঠে তাই মাতৃভাষা। যেমন বাংলাদেশের মানুষের মাতৃভাষা বাংলা, মাতৃভাষা বাংলা আমাদের জন্য আল্লাহর সেরা দান। ইসলামের দৃষ্টিতে মাতৃভাষা বাংলা আল্লাহতায়ালার দেয়া একটি নেয়ামত। প্রত্যেক নবি রাসুলকে আল্লাহ স্বজাতির মাতৃভাষায় প্রেরণ করেছেন। মাতৃদুগ্ধের মতই অকৃত্রিম ও মধুর আমাদের এই বাংলা ভাষা।


প্রত্যেক জাতির কাছে তাদের স্বীয় মাতৃভাষার মর্যাদা যেমন অপরিসীম তেমনি আল্লাহতায়ালার কাছে কোন ভাষাই ছোট নয়। তিনি সকল ভাষা জানেন, বুঝেন। যে যেভাবেই তাকে ডাকে না কেন তিনি বুঝেন, উত্তর দেন, তার সাথে কথা বলেন। সকল জাতিকে হেদায়াতের জন্য যেমন আল্লাহপাকের পয়গম্বর এসেছেন, তেমনি সকল জাতির স্ব-স্ব ভাষাতেই আল্লাহতায়ালার ওহি-ইলহাম নাজিল হয়েছে।


আল্লাহতায়ালা প্রত্যেক জাতির স্বীয় মাতৃভাষাকে যথাযথ মর্যাদা দিয়ে তাদের নিজস্ব ভাষায় আসমানি কিতাব অথবা কিতাববিহীন প্রত্যাদিষ্টকে ওহি দ্বারা পাঠিয়েছেন। একেক জাতির জন্য একেক ভাষা সৃষ্টি করা এটা আমাদের ওপর আল্লাহতায়ালার বিশেষ কৃপা। আর না হয় মানুষ ভাষার মর্যাদা বুঝত না। মানুষের ভাষা ও বর্ণের বিভিন্নতার সাথে তার উন্নতি অঙ্গাঙ্গীভাবে জড়িত।



মানুষের মনের অভিব্যক্তি প্রকাশের ধ্বনিকে ভাষা বলে। ভাষা আল্লাহ প্রদত্ত, এর সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহতায়ালা। পৃথিবীতে বহু ভাষার প্রচলন ও মানব জাতির ভাষার ভিন্নতা আল্লাহ্ তা’লার অপার কুদরতের একটি শ্রেষ্ঠ নিদর্শন। আমরা আমাদের মায়ের কাছ থেকে জন্মসূত্রে যে ভাষা লাভ করেছি সেটাই আমাদের মাতৃভাষা, প্রাণের ভাষা। পৃথিবীর যে কোনো ভাষাভাষীর কাছে মাতৃভাষার আকর্ষণ বেশি, মাতৃভাষার মর্যাদা অতুলনীয় অনুপম। যে কারো কাছে মাতৃভাষাই শ্রেষ্ঠ এবং মাতৃভাষা চির অহংকার ও গৌরবের। লাল সবুজের বাংলাদেশে আমাদের মাতৃভাষা বাংলা।


বিশ্বখ্যাত ভাষাতত্ত্ববিদ ডক্টর মুহাম্মাদ শহীদুল্লাহর মতে, পৃথিবীতে ২৭৯৬টি ভাষা প্রচলিত আছে। তবে ভাষার প্রকৃত পরিসংখ্যান আজও নির্ণীত হয় নি। মাতৃভাষার প্রতি মানুষের সংরাগ চিরকালীন। বর্ণিল পৃথিবীকে আরো স্বাপ্নিক ও আলোকিত করতে বাংলা ভাষার প্রতি আমাদের মমত্ববোধ যে কোনো ভাষার চেয়ে বোধ করি বেশি।


দেশমাতৃকার জন্য আত্মত্যাগ ও প্রাণোৎসর্গের ঘটনা জানা থাকলেও কোনো জাতি তার মাতৃভাষার জন্য জীবনকে বিসর্জন দিয়ে শাহাদাতের মর্যাদা নিয়েছে এমন দৃষ্টান্ত ইতিহাসে নেই। জাগতিক উৎকর্ষ ও নানাবিধ ব্যক্তি মোহের প্রতি কোনোরূপ ভ্রূক্ষেপ না করে বাঙালি জাতি মাতৃভাষা চর্চার গুরুত্বকে অনুধাবন করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য প্রাণোৎসর্গ করেছিলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও