প্রবৃদ্ধি কম হলেও সার্বিক কল্যাণ সম্ভব

দেশ রূপান্তর গোবিন্দ শীল প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭

স্বৈরাচার ও তার সরকারের হর্তা-কর্তাদের দেশ থেকে পলায়ন-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক নানা অসন্তোষের কারণে দেশের অর্থনৈতিক কর্মকা-ের ওপর বিস্তর প্রভাব পড়েছে। বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক সংস্থার হিসেবে বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি অর্থবছরে (২০২৪-২৫) ৩.৫ শতাংশ থেকে ৪ শতাংশ হতে পারে। গেল অর্থবছরে (২০২৩-২৪) বাংলাদেশের মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি হয়েছে ৪.২২ শতাংশ, যা চার বছরের মধ্যে সবচেয়ে কম।


বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতির নানা সূচকে বিশেষত জিডিপি বা মোট উৎপাদন বাড়িয়ে দেখানো হয়েছে। এটি করা হয়েছে জনগণকে চমক দেখানোর জন্য আর বিদেশ থেকে নানা মেগা প্রকল্পে সহজে ঋণ নেওয়ার জন্য। কেবল দুই-তিনটি অর্থনৈতিক সূচক, যেমন রেমিট্যান্স, রপ্তানি আয় ইত্যাদি বাদ দিলে বেশিরভাগ অর্থনীতির মান নির্দেশক ভালো অবস্থানে নেই। দেশে মুদ্রাস্ফীতি অনেক বেশি, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থানে চরম ভাটা দেশের বেশিরভাগ মানুষের জীবনমান অনেক কমিয়ে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও