নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে কাঁকড়া নিধন, হুমকিতে বংশবিস্তার

বিডি নিউজ ২৪ সুন্দরবন প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩

প্রজনন মৌসুমে সুন্দরবনের নদ-নদী থেকে অবাধে কাঁকড়া ধরা হচ্ছে। অবাধে কাঁকড়া ধরা অব্যাহত থাকায় জলজ এ প্রাণীর বংশবিস্তার কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


জানুয়ারি থেকে ফেব্রুয়ারি প্রজনন মৌসুমে সব ধরনের কাঁকড়া ধরা ও সংগ্রহ নিষিদ্ধ হলেও সুন্দরবন সংলগ্ন বিভিন্ন বাজারে প্রতিদিন কাঁকড়া বেচাকেনা হচ্ছে। প্রকাশ্যে বেচাকেনা হলেও এ ব্যাপারে বনবিভাগের কোনো নজরদারি নেই বলে অভিযোগ রয়েছে।


খুলনার সুন্দরবন সংলগ্ন এলাকার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞার মধ্যেও কয়রা উপজেলার ঘড়িলাল, গোলখালি, আংটিহারা, কাটাকাট, দেউলিয়া, দাকোপ উপজেলার নলিয়ান, কালিনগর, কৈলাশগঞ্জ, রামনগর, বাজুয়া, চালনা ও পাইকগাছা বাজারের ডিপোগুলোতে প্রতিদিন কাঁকড়া বেচাকেনা হচ্ছে।


সুন্দরবন ও সুন্দরবনসংলগ্ন বিভিন্ন নদ-নদী থেকে জেলেরা এসব কাঁকড়া শিকার করছেন। প্রজনন মৌসুমে শিকার নিষিদ্ধ হলেও তা উপেক্ষা করেই কিছু অসাধু বনরক্ষী ও কর্মকর্তার যোগসাজশে একটি ‘চক্র’ কৌশলে সুন্দরবনে ঢুকে কাঁকড়া ধরছে বলে তাদের অভিযোগ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও