বসন্তের প্রথম বৃষ্টিতে শীতের আবহ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৭

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। শীত শেষে বসন্তকালের শুরু। সপ্তাহ না যেতেই হঠাৎ বৃষ্টিতে রাজধানীতে ফিরে এল শীতের আবহ। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সারা দিনই আকাশ ছিল মেঘলা। বিকালের পর রাজধানীর বিভিন্ন এলাকা হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সাগরে লঘুচাপ থাকায় এই বৃষ্টি হল।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টি হওয়ার কথা। আগামীকাল বৃষ্টির আওতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।


শনিবার সকালে প্রকাশিত ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে— আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


এই সময়ে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও