You have reached your daily news limit

Please log in to continue


দম্ভের প্রতীক গণভবন এখন পরিত্যক্ত শ্মশান

স্বৈরশাসক শেখ হাসিনার বাসভবন গণভবন পরিদর্শন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ক্ষমতা ও দম্ভের প্রতীক এই গণভবন এখন এক পরিত্যক্ত শ্মশান। 

শনিবার বিকালে ফেসবুকে পরিত্যক্ত গণভবন পরিদর্শনের ছবি পোস্ট করে একথা লেখেন। 

তাজুল ইসলাম লেখেন, “পতিত স্বৈরশাসকের শখের বালাখানা ‘গণভবনে’ গিয়েছিলাম আলামত সংগ্রহের জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অনেক আলামত সংগ্রহ করেছে এখান থেকে। নমরুদ, ফেরাউন, মার্কোস, কিংবা বাশার আল আসাদের মতো শেখ হাসিনাকেও সাধের প্রাসাদ ছেড়ে পালাতে হয়েছে। ক্ষমতা ও দম্ভের প্রতীক এই গণভবন এখন এক পরিত্যক্ত শ্মশান। ভবিষ্যতের স্বৈরশাসকরা এখান থেকে শিক্ষা নেবেন কি?”

ফেসবুকে দেওয়া গণভবনের ছবিগুলোতে দেখা যায়, ভেতরে প্রবেশের রাস্তায় আবর্জনা, গাছের ঝরা পাতা, ময়লা-আবর্জনার স্তূপ। ভেতরে পড়ে আছে কাঠের ভারী আসবাবপত্র ও গৃহস্থালি জিনিসপত্র, এলোমেলোভাবে স্তূপ হয়ে আছে নথিপত্র। দেওয়ালে দেওয়ালে নানা গ্রাফিতিতে ৫ আগস্টে মানুষের ক্ষোভ বা বিজয়ের চিহ্ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন