You have reached your daily news limit

Please log in to continue


লেজার থেরাপিতে অবাঞ্ছিত লোম দূর হয়

আমি আট মাস আগে চুল রিবন্ডিং করেছি। কিন্তু এখনই চুল ওয়েভি হয়ে যাচ্ছে। এর কারণ কী হতে পারে? জারিন হক, দিনাজপুর

আপনি কোন রিবন্ডিং করেছিলেন, তা বলেননি। হয়তো লং লাস্টিং রিবন্ডিং করেননি, তাই এমনটি হচ্ছে।

নিয়মিত তরল ম্যাট লিপস্টিক ব্যবহার করি। এদিকে ঠোঁট কালচে হয়ে যাচ্ছে। অনেকে বলছেন, এটা লিপস্টিকের প্রভাব। এখন কী করণীয়? নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

কিছুদিন লিপস্টিক দেওয়া বন্ধ রাখুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যখন দাঁত ব্রাশ করেন, তখন টুথপেস্টের কিছুটা আপনার ঠোঁটের ওপর প্রলেপ দিন। ব্রাশ করা শেষ হলে হাতের ব্রাশটি দিয়ে ঠোঁট ব্রাশ করুন। এ জন্য ব্রাশটি অবশ্যই নরম হতে হবে এবং অনেক হালকাভাবে ব্রাশ করতে হবে। এর ফলে ঠোঁট এবং এর চারপাশের মৃত কোষগুলো উঠে আসবে। এতে সতেজ হবে ঠোঁট এবং এর চারপাশ। ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ঠোঁট ম্যাসাজ করতে হবে। ম্যাসাজের জন্য কয়েক ফোঁটা লেবুর রস বাদাম তেলের সঙ্গে মিশিয়ে নিন। এই ট্রিটমেন্টে আপনার ঠোঁটের আর্দ্রতা ফিরে আসবে। নিয়মিত ব্যবহারে খুব সহজে কালো দাগ কমে আসবে। দাগ দূর করতে লেবুর রসে বাদাম তেল মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে ব্যবহার করলেও একই উপকার পাবেন। অ্যালোভেরা জেল ও নারকেল বেটে সাদা রস ঠোঁটে দিন। নিয়মিত ব্যবহারে ঠোঁটের স্বাভাবিক রং ফিরে আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন