![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2024-06%2F9f811829-992e-43d5-942d-102ed88b4981%2F13be0006_1622_4866_b215_677e374bfb60.jpg?rect=112%2C0%2C1350%2C900&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
সিনেমার সেটে প্রেম, অতঃপর বিয়ে
প্রথম আলো
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪
তাঁরা বলিউডের ব্যবসাসফল সিনেমার নায়ক-নায়িকা। সিনেমার জুটি থেকে হয়ে উঠেছেন বাস্তব জীবনের পাকাপাকি জুটি। এমন ৮ দম্পতির গল্প, যাঁরা সিনেমার সেটে প্রেমে পড়েছেন, বর্তমানে পরিবার নিয়ে সুখের সংসার এই ৮ তারকা জুটির।
রণবীর কাপুর-আলিয়া ভাট
রণবীর-আলিয়ার প্রেমকাহিনি স্বপ্নের মতো। আলিয়ার দীর্ঘদিনের পছন্দের মানুষ ছিলেন এই অভিনেতা। ২০১৩ সালে ‘কফি উইথ করণ’-এ রণবীরকে পছন্দের বিষয়টি প্রকাশ্যে আনেন নায়িকা নিজেই।