![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-02-14%2Fmviy3tia%2F47621893111331775983404948235476804328543180n.jpg?rect=38%2C0%2C1124%2C749&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
গান বা অ্যালবাম হিট করানোর জন্য বেহায়াপনা করতে পারব না : উজ্জ্বল
প্রথম আলো
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩
নির্মাতা হিসেবে মাসুদ হাসান উজ্জ্বল যেমন পরিচিত, তেমনি গায়ক হিসেবেও রয়েছে পরিচিতি। বিনোদন অঙ্গনে শুরুর দিকে মেঘদল ব্যান্ড নিয়ে ব্যস্ত ছিলেন। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন উজ্জ্বল একটা সময় মেঘদল থেকে সরে দাঁড়ান। গেল বছরের শেষ দিকে ঘোষণা দেন নতুন ব্যান্ডের কার্যক্রমের। সেই ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবামের প্রস্তুতি প্রায় শেষ। ১০টি গান নিয়ে এই অ্যালবাম প্রকাশ করবেন। তবে অ্যালবাম বা গান হিট করানোর জন্য বেহায়াপনা (তার ভাষায়) করতে পারবেন না পরিষ্কার জানিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে এমনটাই লেখেন এই পরিচালক ও সংগীতশিল্পী।