![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/bidya-sinha-mim-20250215193119.jpg)
মালদ্বীপে বিচে মধুর সময় কাটাচ্ছেন মিম
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় থাকেন তিনি। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ এই তারকার।
এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে মিমের লাখো ভক্ত অনুসারী। কখনো কাজের সূত্রে, আবার কখনো ব্যক্তিগত কারণে, ফেসবুক-ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সরব থাকেন তিনি।
বেশ কয়েকদিন ধরেই স্বামী সনি পোদ্দারকে নিয়ে মালদ্বীপ অবস্থান করছেন মিম। ভালোবাসা দিবস উদযাপন করতেই স্বামীকে নিয়ে সেখানে উড়াল দিয়েছেন তিনি।