দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও ব্যর্থতার ছায়া

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির চাপে কোণঠাসা বলিউড। হিন্দি ইন্ডাস্ট্রির নামীদামি অভিনেতারাও ক্যারিয়ার ফেরাতে দক্ষিণের পরিচালকদের ওপর ভরসা করেন। কথাগুলো সত্যি সন্দেহ নেই। কিন্তু এটাই একমাত্র সত্যি, এমনটাও নয়। দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও ব্যর্থতার ছায়া আছে। গত বছরটা তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ইন্ডাস্ট্রির জন্য একেবারেই ভাল ছিল না। অনেক নামী তারকার সিনেমা ব্যর্থ হয়েছে সেখানেও।


‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘কেজিএফ’, ‘কান্তারা’ কিংবা ‘পুষ্পা’র মতো সিনেমার ব্যাপক সাফল্যের কারণে চাপে পড়ে গেছে হিন্দি ইন্ডাস্ট্রি। কারণ, অনেক বছর ধরে দক্ষিণের মতো সাফল্য দিতে পারছিল না বলিউড। শাহরুখ খানের ‘জওয়ান’ কিছুটা আশা জাগালেও সেখানে সেই দক্ষিণি পরিচালক অ্যাটলির দক্ষতার কথাই উঠে আসে বেশি। তবে ২০২৪ সালে একের পর এক দক্ষিণি সিনেমা ব্যর্থ হয়েছে। এস শঙ্কর পরিচালিত কমল হাসানের বহুল প্রতীক্ষিত ‘ইন্ডিয়ান টু’ একেবারেই চলেনি। ব্যর্থ হয়েছে রজনীকান্তের ‘ভেট্টাইয়ান’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও