‘অর্ধাঙ্গিনী ২’ আসছে, শুটিং কবে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মে ২০২৫, ১৩:২৩

বছর খানেক আগে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ নামের যে সিনেমা দিয়ে দুই বাংলার দর্শক মাতিয়েছিলেন জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলী, সেটির দ্বিতীয় পর্ব আসছে।


সংবাদ প্রতিইদিন লিখেছে, ‘অর্ধাঙ্গিনী ২’ নিয়ে মাঠে নামছেন পরিচালক চিত্রনাট্যকার কৌশিক গঙ্গোপাধ্যায়। সেখানে চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন এবং শুভ্রজিৎ দত্তসহ অন্যান্য অভিনয় শিল্পীদের সঙ্গে থাকছেন জয়া।


সব ঠিক থাকলে জুন মাসের মাঝামাঝিতে ‘অর্ধাঙ্গিনী ২’ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে।


এর মধ্যে ফেইসবুকে একটি ছবি পোস্ট করেছেন কৌশিক। ছবিতে দেখা গেছে একটা শাড়ি আর তার উপরে রাখা দুটি ঘড়ি, সঙ্গে আংটি, গলার হার, হাতের একটি বালা, আরও রয়েছে রয়েছে শাঁখা, পলা, নোয়া। আর ক্যাপশনে সিনেমার গানের লাইন ধার করে লেখা “দুটো ঘড়ির তো একই সময় দেখানোর কথা ছিল, তবু কেমন যেন আলাদা আলাদা সব!”


পরিচালকের ওই এই পোস্টেই ‘অর্ধাঙ্গিনী ২’ আসছে বলে শুরু হয় জল্পনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে