বাঙালি জাতিকে মর্যাদা দিয়েছে ’৫২ ও ’৭১

www.ajkerpatrika.com স্বপ্না রেজা প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮

বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের ‘বাংলা’ ভাষা দিয়েছে। ভাষা আন্দোলন এ ভূখণ্ডের জনগণের মাতৃভাষা হিসেবে ‘বাংলা’কে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা রেখেছে। আমরা তাই বাংলায় কথা বলি। শুধু তা-ই নয়, ভাষা আন্দোলন বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের এক মহা মূলমন্ত্র, বড় হাতিয়ার হিসেবে পরিগণিত হয়েছে, প্রমাণিত হয়েছে। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন, তার সূত্রপাত অনেকটা ভাষা আন্দোলনের মধ্য দিয়েই, এমনটাই দাবি কমবেশি সবার।


যাঁরা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কিংবা মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনা কর্তৃক নৃশংসতার শিকার হয়েছেন, সর্বস্বান্ত হয়েছেন, সম্ভ্রম হারিয়েছেন, তাঁদের কাছে ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস অবিচ্ছিন্ন, অত্যন্ত শ্রদ্ধার, বড় প্রাপ্তি তো বটেই। তাঁরা ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধকে আলাদা করে দেখে না। বরং ভাষা আন্দোলনকে মুক্তিযুদ্ধের সূচনা আখ্যা দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে, দাবি করে, বিশ্বাস করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও