![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-02-13%2Fqabohfuu%2F479170706_18241554250304289_7912003710003315366_n.jpg?w=622&auto=format%2Ccompress&fmt=avif)
তারকাদের বসন্ত এসে গেছে...
প্রথম আলো
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮
হলুদ শাড়ি আর ফুলের সঙ্গে যেন মিশে গিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ফাগুন এসেছে’। সঙ্গে ভালোবাসার ইমো পোস্ট করেছেনছবি: ফেসবুক
শুরুতেই অভিনেত্রী নোভা ফিরোজ ফেসবুকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কোকিল ডাক দিক বা না দিক, ফুল ফুটুক বা না ফুটুক তারপরও জানাই ফাল্গুনের শুভেচ্ছা, নইলে আগামীকাল (আজ) ভালোবাসার চাপে ফাল্গুন হাওয়া হয়ে যেতে পারে।