![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/police-1-20250213173754.jpg)
ইজতেমায় কোনো ডেভিল পেলে ধরিয়ে দেবেন: জিএমপি কমিশনার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, কোনো দুষ্কৃতকারী যদি ইজতেমায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, কোনো ডেভিল (শয়তান) যদি পান তাহলে ধরে দেবেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ব ইজতেমা ময়দানের ২ নম্বর গেটের ভেতরে বিদেশি খিত্তার গেটে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জিএমপি কমিশনার আরও বলেন, ‘কাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে সাদপন্থিদের বিশ্ব ইজতেমা। আগের মতোই নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে বিশ্ব ইজতেমা ময়দান।’
কমিশনার জানান, সাদপন্থিদের এবারের ইজতেমায় সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে। ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, সার্ভিল্যান্স টিম, রুফটফ, ৩৫টি বাইনুকোলার, ২০টি চেকপোস্ট ও ৩৫টি ভ্রাম্যমাণ টিম কাজ করছে। হকার উচ্ছেদের জন্য পুলিশ-ম্যাজিস্ট্রেট কাজ করছে।
ড্রোন ওড়ানোর বিষয়ে তিনি বলেন, ড্রোন সার্ভিল্যান্স কাজ করছে। কমিশনারের অনুমতি ছাড়া কেউ ড্রোন ওড়ালে ব্যবস্থা নেওয়া হবে।