![](https://media.priyo.com/img/500x/https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/12/1-(35)-67abdf5cebefc.jpg)
বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি : এরপর কী
২০২৪ সালের শুরু থেকেই মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও রাখাইনে আরাকান আর্মির (এএ) সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ চলমান থাকায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। ২০২৩ সালের ডিসেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নেওয়া পাইলট প্রকল্পের কার্যক্রম থেমে যায়। মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা এখনো অনিশ্চিত হওয়ায় রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি আরও জটিল হচ্ছে।
রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা কমে আসায় রোহিঙ্গা ও স্থানীয় জনগণের মধ্যে সংহতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর চাপ পড়ছে। রোহিঙ্গারা ব্যাপক হারে বাংলাদেশের নাগরিক হয়ে যাচ্ছে এবং এতে স্থানীয়রা আতঙ্কিত। জন্মসনদ, এনআইডি ও পাসপোর্ট করতে রোহিঙ্গাদের যারা সহায়তা করছে, বাংলাদেশ সরকার তাদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে। রোহিঙ্গা সংকটের সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশকে সব অংশীজনকে সঙ্গে নিয়ে নানামুখী উদ্যোগ চালিয়ে যেতে হবে।