নির্বাচনী দৌড়ে কে এগিয়ে—বিএনপি না জামায়াত?

প্রথম আলো সোহরাব হাসান প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৭

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে, সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে।’


গত ছয় মাসে সরকার রেললাইনগুলো বসিয়ে দিতে পেরেছে কি না জানি না, রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে অস্থির হয়ে উঠেছে। বাইরের তৎপরতা দেখে অনেকে মনে করতে পারেন, কেবল বিএনপিই নির্বাচনের বিষয়ে বেশি তোড়জোড় করছে। আসলে তা নয়। ভেতরে ভেতরে সব দলই প্রস্তুতি নিচ্ছে। হিসাব করছে, কখন ভোট হলে কার বেশি লাভ।


বিএনপির নেতারা চলতি বছরের মাঝামাঝি নির্বাচনের কথা বললেও ডিসেম্বরকেই ডেটলাইন হিসেবে ধরে নিয়েছে।


অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে, সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে।’



গত ছয় মাসে সরকার রেললাইনগুলো বসিয়ে দিতে পেরেছে কি না জানি না, রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে অস্থির হয়ে উঠেছে। বাইরের তৎপরতা দেখে অনেকে মনে করতে পারেন, কেবল বিএনপিই নির্বাচনের বিষয়ে বেশি তোড়জোড় করছে। আসলে তা নয়। ভেতরে ভেতরে সব দলই প্রস্তুতি নিচ্ছে। হিসাব করছে, কখন ভোট হলে কার বেশি লাভ।


বিএনপির নেতারা চলতি বছরের মাঝামাঝি নির্বাচনের কথা বললেও ডিসেম্বরকেই ডেটলাইন হিসেবে ধরে নিয়েছে।


৬ ডিসেম্বরের তাৎপর্য হলো ১৯৯০ সালের এই দিনে গণ–অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ সরকারের পতন ঘটে। ৩৪ বছর পর আরেকটি গণ–অভ্যুত্থান হলো ২০২৪ সালের ৫ আগস্ট।


গত রোববার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেন বিএনপির তিন নেতা। তাঁরা বলেছেন, কোনো সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া হলে বিএনপি মেনে নেবে না। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার সংস্থার নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। বিএনপির নেতারা ইসির কাছে সাফ জানিয়ে দিয়েছেন, সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে।


আগামী ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ করবে বিএনপি। বিএনপির নেতারা বলছেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ এবং ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় এই কর্মসূচি ঘোষণা করা হলেও ‘নির্বাচনের রোডম্যাপের’ দাবিই অগ্রাধিকার পাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও