![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/Lifestyle-Page_Photo-shoot-topic-Rabindra-Jayanti_Models-Zahid-Akhand-and-.jpg)
ভ্যালেন্টাইনস ডেটে যাওয়ার আগে জেনে নিন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২০
প্রথমবারের মতো ভ্যালেন্টাইনস ডেটে যাওয়ার অনুভূতি রোমাঞ্চকর। এ সময় রেস্টুরেন্ট, পোশাক কিংবা মেনু নির্বাচন—সবকিছুতেই যেন একধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। কিন্তু আগে থেকে পরিকল্পনা করলে প্রথম ডেট স্মরণীয় ও উপভোগ্য হয়ে উঠতে পারে।
রেস্তোরাঁ নির্বাচন
ডেটের জন্য দুজনই স্বচ্ছন্দ অনুভব করবেন এমন রেস্টুরেন্ট নির্বাচন করুন। কিছুটা কোলাহলমুক্ত রেস্টুরেন্ট বিবেচনায় নিতে হবে। এতে দুজনের কথাগুলো অন্য কারও শোনার সুযোগ থাকবে না। খাবার অর্ডার করার ক্ষেত্রে নির্দিষ্ট প্ল্যাটার না নিয়ে আলাদা করে যাতে অর্ডারের ব্যবস্থা থাকে, সেদিকে খেয়াল রেখে রেস্টুরেন্ট নির্বাচন করতে হবে।
- ট্যাগ:
- লাইফ
- ভ্যালেন্টাইনস ডে