![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/dhk-oys.jpg)
কাজ পেতে সার্ভিস চার্জ ৬৪ কোটি
রাজধানীবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ‘পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা’ নামে ঢাকা ওয়াসার একটি প্রকল্পকে তিনটি প্যাকেজে ভাগ করা হয়েছিল। এর মধ্যে পানি সরবরাহের জন্য পাইপ কেনাকাটার প্যাকেজটির দরপত্রের মূল্য ৩ হাজার ৯৪ কোটি টাকা। প্রকল্পটির এই প্যাকেজেই ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, চুক্তি করা প্রতিষ্ঠান থেকে পানির পাইপ না কিনে অনভিজ্ঞ প্রতিষ্ঠান থেকে নিম্নমানের পাইপ কেনা হয়েছে। এ নিয়ে সংক্ষুব্ধ চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান আদালতে গেলে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। চীনের আদালতে লিখিত জবাবে পাইপ সরবরাহ করা একটি প্রতিষ্ঠান বলেছে, তারা এ কাজের জন্য সংশ্লিষ্টদের প্রায় ৬৫ কোটি টাকা ‘সার্ভিস চার্জ’ দিয়েছে। তবে এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ঢাকা ওয়াসার দায়িত্বশীল কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল শনিবার রাতে প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এসব বিষয়ে কর্মকর্তারা যেমন জড়িত তেমনি ঠিকাদার প্রতিষ্ঠানও জড়িত। এসব তো ওয়াসার ইন্টারনাল বিষয়। বাইরে প্রকাশ করা যায় না। আমরা তো সরকারি চাকরি করি। সব বিষয়ে কথা বলতে পারি না।’