কে হবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী
দীর্ঘ প্রায় তিন দশক পর ভারতের দিল্লিতে সরকার গঠন করতে চলেছে বিজেপি। মুখ থুবড়ে পড়েছে আগের আপ সরকার। জিততে পারেনি শাসক দল আম আদমি পার্টি (আপ)। এখন প্রশ্ন, কে বসবেন মুখ্যমন্ত্রীর পদে?
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার ছেলে প্রবেশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব।
একই বক্তব্য দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবেরও।
তবে এটা স্পষ্ট, যিনিই মুখ্যমন্ত্রী হোন না কেন, তাকে নরেন্দ্র মোদির ছায়াতেই থাকতে হবে। মোদির নেতৃত্বে তৃতীয়বার ‘দিল্লিবাড়ি’র দখল নিয়েছে বিজেপি। যোগী আদিত্যনাথ ছাড়া তিন-তিনবারের প্রধানমন্ত্রী মোদির সামনে বিজেপির নেতারা প্রায় সবাই বামনসদৃশ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মুখ্যমন্ত্রী