চালাক ও ধূর্ত মানুষ চিনবেন যেভাবে

কালের কণ্ঠ প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১২

জীবনে অনেক সময় আমরা কিছু ধূর্ত বা চালাক ব্যক্তির ক্ষপ্পরে পড়ে নিজেদের ক্ষতি করে ফেলি। পরে সেটি নিয়ে আফসোস করি। এমন ফাঁদে আবার যেন না পড়েন বা কোনো ধূর্ত বা চালাক ব্যক্তির ফাঁদে পড়ে কোনো ক্ষতির সম্মুখীন যেন না হন, সেজন্য মানুষের আচরণকে চেনা প্রয়োজন। কারণ চালাক হওয়া একটি আচরণ।


চালাক ব্যক্তিরা সহজে অন্যকে বোকা বানিয়ে শুধু নিজের লাভ করে। তাই মনস্তত্ত্বে এমন কিছু শরীরের ভাষা উল্লেখ করা হয়েছে, যা কোনো ধূর্ত বা চালাক ব্যক্তির লক্ষণ হতে পারে। চলুন, জেনে নেওয়া যাক কিভাবে চালাক মানুষকে চিনবেন।


স্বপ্ন দেখিয়ে কথা বিশ্বাস করানো


চালাক ও ধূর্ত মানুষের লক্ষণগুলোর মধ্যে একটি হলো, তারা প্রায়ই আপনাকে তাদের কথায় বিশ্বাস করিয়ে দেয়। এমন কথা বলে, যা আপনাকে বিশ্বাস করতে বাধ্য করে। বিভিন্ন ধরনের স্বপ্ন দেখানো, ভবিষ্যৎ দেখানো এবং তাদের কথায় বিশ্বাস করানো চালাক মানুষের বিশেষত্ব।


কথায় জড়িয়ে রাখা


কোনো ধূর্ত ব্যক্তি যদি নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করতে চায়, তবে সে আপনাকে সবসময় কথায় জড়িয়ে রাখবে। সবসময় মিষ্টি কথা বলবে, যা আপনার পছন্দের। আপনার বিপরীতে সে কিছুই বলবে না। এ ধরনের ব্যক্তিরা বেশ চালাক হয় এবং নিজেদের কাজ হাসিল করার জন্য আপনাকে বোকা বানানোর চেষ্টা করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও