নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে অর্থনীতির চাকা গতিশীল রাখতে হবে

বণিক বার্তা সম্পাদকীয় প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩

অর্থনৈতিক কার্যক্রম গতিশীল রাখতে এর চালিকাশক্তি হিসেবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য। কিন্তু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেছেন, ‘আসন্ন গ্রীষ্ম মৌসুমে ৭০০ থেকে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। তবে রমজান মাস লোডশেডিংমুক্ত রাখার চেষ্টা করা হবে।’ বিষয়টি উদ্বেগজনক। কারণ লোডশেডিংয়ের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে কলকারখানায় উৎপাদন কমে যায়।


ফলে উৎপাদিত সামগ্রীর মূল্য বেড়ে যায়। বাজারে সরবরাহ কম হওয়ায় সংকট দেখা দেয়। বিদ্যুৎ সংকটের কারণে বিভিন্ন দোকানপাট, মার্কেট, শপিংমলে ক্রেতার পরিমাণ কমে যায়। যে কারণে ব্যবসা-বাণিজ্যে ধস নেমে আসতে পারে। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে লোডশেডিংয়ের কারণে চিকিৎসাসেবায়ও চরম অব্যবস্থা দেখা দেয়। ঘন ঘন বিদ্যুৎ চলে গেলে মুঠোফোনসেবা বিঘ্নিত হয়। বিদ্যুৎ না থাকলে ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলা সম্ভব হয় না। ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও