বিটিভি ও বেতার সরকারি নিয়ন্ত্রণেই চায় ‘অধিকাংশ’ মানুষ: বিবিএসের জরিপ
বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে পূর্ণ স্বায়ত্বশাসন দেওয়ার দাবি বিভিন্ন সময়ে উঠলেও এক জরিপের সূত্রে গণমাধ্যম সংস্কার কমিশন বলছে, এ দুই মাধ্যমকে সরকারি নিয়ন্ত্রণেই রাখার পক্ষে অধিকাংশ মানুষ।
গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য ওই জরিপ পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জানুয়ারির প্রথম সপ্তাহে দেশের ৪৫ হাজারের বেশি খানায় এটি পরিচালনা করা হয়।
জরিপে দেখা যায়, মানুষ মুদ্রিত খবরের কাগজ কম পড়লেও অনলাইন সংষ্করণ পড়ছেন মোবাইলে। জাতীয় দুর্যোগ বা সংকটে তথ্য খোঁজার জন্য এখনো মানুষ চোখ রাখেন টেলিভিশনের পর্দায়। তবে তথ্য সংগ্রহের মাধ্যম হিসাবে রেডিওর প্রাসঙ্গিকতা তলানিতে।
জরিপে গণমাধ্যমকে স্বাধীন, পক্ষপাতহীন, সরকারি ও রাজনৈতিক প্রভাবমুক্ত দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। তবে বেশিরভাগ উত্তরদাতাই মনে করেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত।
এতে দেখা যায়, ৫৬ দশমিক ৪৭ শতাংশ মানুষ বলেছেন, বিটিভি সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত। আর বাংলাদেশ বেতারের ক্ষেত্রে এ মত দিয়েছেন ৫৫ দশমিক ৩৫ শতাংশ মানুষ।