
অনুমতি ছাড়াই অ্যাম্বুলেন্স ব্যবসা চালাতেন শরীয়তপুরের সিভিল সার্জনের গাড়িচালক
শরীয়তপুরে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামি জেলা সিভিল সার্জনের গাড়িচালক আবু তাহের দেওয়ান দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়াই অ্যাম্বুলেন্স ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
সিন্ডিকেটের বাধার কারণে গত ১৪ আগস্ট অ্যাম্বুলেন্সের ভেতর নবজাতক শিশুর মত্যুর ঘটনায় ৩ সদস্য কমিটি গঠন করেছে শরীয়তপুর সিভিল সার্জন অফিস।
আবু তাহেরের ছেলে জেলার অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের 'মূল হোতা' সবুজ দেওয়ানকে (২৮) ইতোমধ্যে গ্রেপ্তার করেছে র্যাব।
সিভিল সার্জন ডা. মো. রেহানউদ্দিনের দাবি, তার গাড়িচালক তাহের ১৪ আগস্ট থেকে ৫ দিনের ছুটি নিয়েছিলেন।
গত ১৪ আগস্ট সন্ধ্যায় ঢাকাগামী একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সের গতিরোধ করে দীর্ঘসময় আটকে রাখা হয় একটি নবজাতক শিশুকে। প্রায় ৩০ মিনিট আটকে রাখায় অ্যাম্বুলেন্সের ভেতরে প্রচণ্ড গরমে ও শ্বাসকষ্টজনিত কারণে শিশুটি মারা যায়।