অন্দরসজ্জায় যেসব ভুল এড়াতে হয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬

দামী আসবাব দিয়ে ঘর ভরে ফেললেই যে দেখতে সুন্দর লাগবে- এমন কোনো কথা নেই।


বাসা সাজাতে ঘরের আকার থেকে শুরু করে বাজেট- নানান বিষয় মাথায় রাখতে হয়।


প্রধান আসবাবপত্রের মানে গুরুত্ব না দেওয়া


প্রথম ভুলটা প্রায়ই হয় সেটা হল, যেন-তেন ধরনের আসবাব দিয়ে ঘর ভরা। এসবের মধ্যে রয়েছে সোফা, চেয়ার, বিছানা, ডাইনিং টেবিল ইত্যাদি।


এই মন্তব্য করে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক ভিত্তিক অন্দরসজ্জাকর ক্যাথি কুয়ো বলেন, “আয়ের সাথে সামঞ্জস্য রেখে এই ধরনের আসবাব মূল্য দিয়ে ও মান সম্মত কেনা উচিত। কারণ এগুলো অনেকদিন ব্যবহার করা হয়। আপনি নিশ্চই এক বছর পর পর ডাইনিং টেবিল বা খাট কিনবেন না।”


তিনি আরও বলেন, “তবে ঘরের সাথে মানানসই আসবাব কিনতে হবে। বিশাল সোফা কেনার চাইতে মেঝের সাথে মানানসই নিচু সোফা ঘরে আরামদায়ক পরিবেশ তৈরি করে।”


জানালার সজ্জা ঠিক না রাখা


বেশিরভাগ সময় যে ভুল হয়, সেটা হল ঘরের সজ্জায় জানালার দিকে নজর না দেওয়া।


একই প্রতিবেদনে অন্দরসজ্জার প্রতিষ্ঠান ‘রেগান বিলিংস্লে ইন্টেরিয়রস’য়ের প্রতিষ্ঠাতা রেগান বিলিংস্লে বলেন, “পর্দা খুব বড় বা খুব ছোট হলে দেখতে খারাপ লাগে। আবার ভুল উচ্চতায় ঘরের সামঞ্জস্যতা ঠিক থাকবে না।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও