নারীর অগ্রগতি : চ্যালেঞ্জ ও সমাধান
হাইপেশিয়ার কথা আমরা অনেকেই জানি। জানি জোয়ান অব আর্কের কথাও। নারী তিনি পশ্চিমের হন কিংবা প্রাচ্যের; সবার ক্ষেত্রে একইরকম ভাগ্যলিপি লেখা থাকে। পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্তের কেউই সেই ভাগ্যলিপি খণ্ডন করতে পারেনি। তাইতো পৃথিবীর যে প্রান্তেই ঘটুক না কেন নারীর প্রতি সহিংস ঘটনার বর্ণনা আমাদের চিরচেনা লাগে।
এই যে আমরা নারী শিক্ষা নিয়ে এখন এত সোচ্চার কিন্তু দিনশেষে দ্বিতীয় লিঙ্গের তকমা ঘাড়ে নিয়েই নারীদের চলতে হয়। শুধু নারী বলেই নিজের হাজারও যোগ্যতার সাথে কম্প্রোমাইজ করে কখনো তাকে পরিবার আবার কখনো সমাজের অহেতুক ও অকেজো মতামতকে প্রাধান্য দিতে হয়।
- ট্যাগ:
- মতামত
- নারীর ক্ষমতায়ন
- নারীর অবদান