You have reached your daily news limit

Please log in to continue


নারী ও শিশু : সম্পর্ক তৈরিতে সবচেয়ে গুরুত্ব দিতে হবে নিজের নিরাপত্তাকে

শিশু ও নারীর প্রতি যৌন নিপীড়নের হার ভয়াবহ রকম হারে কেন বাড়ছে? এই বৃদ্ধির পেছনে ঠিক কী কী কারণ কাজ করছে? এর প্রথম উত্তর, এক শ্রেণির অপরাধীর মূল লক্ষ্য এরাই। এদের টার্গেট করেই তারা ব্যবসা করতে চায়। আর দ্বিতীয়ত হচ্ছে শিশু-নারী খুব সহজেই এই ফাঁদে পা রাখেন। ছোট শিশুদের জন্য এই ফাঁদ মিষ্টি কথা, আদর, চকলেট-চিপস, চানাচুর বা খেলনা দেয়ার টোপ।

আর কিশোরী-তরুণীদের জন্য এই ফাঁদ হচ্ছে প্রেম-ভালবাসা, যৌনতা, অর্থ, চটকদার জিনিসপত্র, বিত্তময় জীবনের আশ্বাস, বিখ্যাত হওয়ার উপায় ইত্যাদি। আর এই টোপ ফেলার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় ভার্চুয়াল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মগুলোকে। কারণ সব বয়সের নারী-পুরুষ সর্বক্ষণ এখানে অ্যাকটিভ থাকেন। শুধু অ্যাকটিভ থাকা নয়, মোহিত থাকেন। এছাড়া মিথ্যা কথার উপর ভিত্তি করে পারস্পরিক অফলাইন সম্পর্কতো আছেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন