কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াই আরেক স্নায়ুযুদ্ধের পদধ্বনি?
একটি নতুন বিশ্বের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা। যেখানে প্রাচ্যের মাটি ও পশ্চিমের আকাশে জেগে উঠছে এক অদৃশ্য যুদ্ধের ছায়া। এ যুদ্ধ তলোয়ার বা ট্যাঙ্কের নয়, এ যুদ্ধের অস্ত্র হলো—ডাটা, অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)।
রাষ্ট্রীয় ক্ষমতা প্রদর্শনের লড়াইয়ের পাশাপাশি এটা নবসভ্যতার ভবিষ্যৎ নির্ধারণের এক মহাযজ্ঞও বটে! প্রযুক্তির বলয়ে বিশ্ব আজ দুভাগে বিভক্ত—একপাশে আমেরিকা, অন্যপাশে চীন। এ বিভাজন শুধু মানচিত্রের নয়, এ বিভাজন ডিজিটাল, এ বিভাজন চিন্তার, এ বিভাজন ভবিষ্যতের। কৃত্রিম বুদ্ধিমত্তা এ নতুন যুগের প্রধান হাতিয়ার। এটি শুধু প্রযুক্তি নয়, এটি হলো এক নতুন শক্তি, যা সমাজ, অর্থনীতি, এমনকি মানবচিন্তাকেও নতুনভাবে সংজ্ঞায়িত করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা ‘অসীম’, বিপদও কম নয়। এটি যেমন উন্নতির নতুন দিগন্ত খুলে দিচ্ছে, তেমনই তৈরি করছে নতুন আতঙ্ক।