দেশের সব বোর্ড পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় ব্যবহার করা হয় অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) খাতা। কারণ, এতে দ্রুত সঠিক মান যাচাই, সময় সাশ্রয়, পরিসংখ্যান বিশ্লেষণের সুবিধা পাওয়া যায়। ওএমআর খাতা ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে— খাতা মূল্যায়নের পর শিক্ষার্থীর সংখ্যা বিপুল হলেও দ্রুত ফল প্রকাশ করা সম্ভব হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে ওএমআর খাতায় পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি। কলেজটি অধিভুক্তির আট বছর পার করলেও এখনও শিক্ষার্থীরা ম্যানুয়াল খাতায় চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন। এতে ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, পরীক্ষায় অংশ নিয়েও অনুপস্থিত থাকাসহ নানা ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের।
যদিও ২০২৩ সালে সাত কলেজের চূড়ান্ত পরীক্ষায় ওএমআর খাতা ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছিল। সে বছরের ১০ অক্টোবর ওএমআর খাতা ব্যবহারের বিষয়টি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। যদিও অদৃশ্য কারণে সেটি বাস্তবায়ন হয়নি।