আপনারা ভালোভাবে কাজ না করলে আমার ঘুম হারাম: মাঠ প্রশাসনকে সিইসি
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইন-বিধি অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এই ক্রান্তিলগ্নে সঠিকভাবে দায়িত্ব পালন ও সবার প্রতি সমানভাবে আইন প্রয়োগ করার তাগিদ দিয়েছেন তিনি।
মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় করছে ইসি।
এতে সিইসি, চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছে।
স্বাগত বক্তব্যে সিইসি নাসির উদ্দিন বলেন, “দেশটা আমার আপনার সকলের দেশ। এই দেশ এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে দেওয়া এটা আমাদের দায়িত্ব।…আপনারা ভালো থাকলে, আপনারা ভালো কাজ করলে আমি ভালো থাকি। এবং আমি আর আপনাদের যদি আপনারা যদি ভালো না থাকেন, আপনারা যদি ভালোভাবে কাজ না করেন আমার ঘুম হারাম।”
ভোট আয়োজনের দায়িত্ব নিয়ে সিইসি বলেন, “একটা জাতীয় দায়িত্ব এসে পড়েছে। শাসনতান্ত্রিক দায়িত্ব আবার কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি এসে পড়েছে। আমরা একটা যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দেশের অবস্থা আপনারা জানেন, এই ক্রান্তিলগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না।”