যতবড় নেতাই হন তারেক রহমানের কাছে আপনি একজন কর্মী মাত্র
বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আমরা কোনো ভাইয়ের রাজনীতি করি না। আমরা শুধুমাত্র তারেক রহমান আর বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে কাজ করি। আপনি যদি দল করতে চান তবে তারেক রহমানের নির্দেশ মেনে নিন। দল করলে একমাত্র নেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এর বাইরে আর কোনো কথা নেই। যতবড় নেতাই হন তারেক রহমানের কাছে আপনি একজন কর্মী মাত্র।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমির হলরুমে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
জাকারিয়া তাহের বলেন, কোনো ব্যক্তি দলের ওপরে না। আমাদের মধ্যে অবশ্যই প্রতিযোগিতা থাকবে। কিন্তু শেষ কথা গিয়ে দাঁড়ায় তারেক রহমানের সিদ্ধান্তের ওপরে। তিনি কোনো সিদ্ধান্ত দিলে এরপর আর কোনো কথা নেই। দল করতে চাইলে মনে রাইখেন কথাটা। দলের বদনাম কেউ সহ্য করবে না।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কর্মী
- তারেক রহমান