চাঁদপুরে মেঘনার বিস্তীর্ণ এলাকাজুড়ে ভেসে উঠছে মাছসহ জলজ প্রাণী
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে মরে ভেসে উঠছে বিভিন্ন প্রজাতির মাছ। কলকারখানার দূষিত পানি নদীতে ফেলার কারণে এ বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে নদীর তীরবর্তী এলাকার পরিবেশও দূষিত হয়ে পড়েছে।
গতকাল শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার দশানী, ষাটনল, জেলেপাড়া, বাবু বাজার এলাকায় মেঘনা নদীতে মরা মাছ ভাসতে দেখা যায়। ওই এলাকা পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর এখলাশপুর থেকে ছটাকি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে মাছ ও জলজ প্রাণী মরে ভেসে উঠেছে। পানির স্রোতে ও ঢেউয়ে বিপুল পরিমাণ মাছ, সাপ, ব্যাঙ ও অন্যান্য জলজ প্রাণী তীরে এসে স্তূপ হচ্ছে। এক সপ্তাহ ধরে এ ঘটনা ঘটছে।
স্থানীয়রা জানান, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠা বিভিন্ন কলকারখানার ক্ষতিকর রাসায়নিক যুক্ত পানি মেঘনা নদী হয়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে আসছে। সেখানে পানি ও আশপাশের পরিবেশ দূষিত হয়ে দেশীয় ছোট–বড় মাছ মরে ভেসে উঠছে। পচা মাছের দুর্গন্ধে নদী পাড়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।
স্থানীয় দশানী জামে মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক বলেন, গত শক্রবার সকালে নদী এলাকায় কিছু দেশীয় প্রজাতির মাছ মরে পাড়ে ভেসে ওঠে। তবে ওই দিনের পর আর মাছ ভেসে ওঠেনি। গত বছরও এই সময়ে এমন ঘটনা ঘটেছে।