দাপুটে জয় বসুন্ধরা কিংসের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:০৬
উত্থান-পতনের দোলাচলে দুলতে থাকা বসুন্ধরা কিংস শুরু থেকে খেলল আগ্রাসী ফুটবল। প্রথমার্ধেই তিনবার গোল উৎসব করল। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ঢাকা ওয়ান্ডারার্সকে স্রেফ উড়িয়ে দিয়ে তুলে নিল বড় জয়।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুক্রবার ৫-০ গোলে জিতেছে কিংস।
জোনাথন ফের্নান্দেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। বিরতির আগে ব্যবধান আরও বাড়ান তপু বর্মন। দ্বিতীয়ার্ধে জালের দেখা পান রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা দামাশেনো।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- ফুটবল ম্যাচ
- বসুন্ধরা কিংস