ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কি পাবে আর্জেন্টিনা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১৫:৩৪

ব্রাজিলের বিপক্ষে জিতলেই বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার। এমনকি ড্র করলেও আলবিসেলেস্তেরা উঠবে বিশ্বকাপের মূল পর্বে। আর বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচটি খেলবে ঘরের মাঠে । সব মিলিয়ে ব্রাজিলের বিপক্ষে লড়াইয়ের আগে এগিয়ে আর্জেন্টিনাই । আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬ টায় আর্জেন্টিনার মনুমেন্তাল স্টেডিয়ামে হবে এই ম্যাচ।


কিন্তু ম্যাচটি যখন চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে , তখন লড়াই আর ফুটবলের মধ্যে সীমাবদ্ধ থাকে না , রূপ নেয় শ্রেষ্ঠত্বের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে । তাই এগিয়ে থাকার পরও প্রতিপক্ষ ব্রাজিলকে সমীহ করছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালানি, ‘ব্রাজিল তো ব্রাজিলই । তাদের দুর্দান্ত সব খেলোয়াড় রয়েছে, কয়েকজন আবার বিশ্বসেরা। জানি, তারা ভয়ংকর প্রতিপক্ষ হবে , আমরা তাদের সম্মান করি। তাদের খেলা ইতিমধ্যে বিশ্লেষণ করেছি আমরা। ম্যাচটি আরও কঠিন হবে, এর বেশি কিছু আর বলার নেই। ব্রাজিল দুর্দান্ত প্রতিপক্ষ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও