বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে গতকাল থেকেই ভিড়। হঠাৎই হৃদরোগে আক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ায় তামিম ইকবালকে নিয়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে নিয়ে ধীরে ধীরে দূর হচ্ছে দুশ্চিন্তা।
তামিমকে গতকাল নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন কেপিজে হাসপাতালের চিকিৎসকেরা। সিসিউতে স্বজনদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের এই তারকা ওপেনার। আজ সকালে তাঁকে সিসিউ থেকে কেবিনে নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে তামিম দেখা করেছেন ও কথাবার্তা বলেছেন। বেলা ১২টায় বাংলাদেশের তারকা ক্রিকেটারের অবস্থা নিয়ে ব্রিফিং করা হবে। তামিমের সুস্থতার জন্য আজ ডিপিএলে তিনটি ম্যাচ শুরুর আগেই বিশেষ দোয়া পড়া হয়েছে।