You have reached your daily news limit

Please log in to continue


ঢাকায় তামিমের চিকিৎসা শুরু, এভারকেয়ারে ক্রীড়া উপদেষ্টা

ইফতারের পরই সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিম ইকবালকে। সন্ধ্যার কিছু পর তামিমকে হুইলচেয়ারে বের করে আনা হয় কেপিজে হাসপাতাল থেকে।

সাভার থেকে ঢাকায় আনার পথে তামিমের অ্যাম্বুলেন্সের গতি যেন কোনোভাবেই রোধ না হয়, সে জন্য পুলিশের বিশেষ একটা দল নিয়োজিত ছিল। পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্সের রাস্তা পরিষ্কার করে দিচ্ছিল, যাতে দ্রুত ও স্বচ্ছন্দে তামিমের অ্যাম্বুলেন্স রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছাতে পারে। রাত ৯টার আগেই তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ারে পৌঁছেছে বলে জানা গেছে।

সকাল থেকে তামিম নিজেই চাচ্ছিলেন ঢাকায় চলে আসতে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুর গড়িয়ে বিকেলে শেষ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এভারকেয়ারের বিশেষায়িত অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালের ছাড়পত্র পাওয়ার পর তামিমের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আয়েশা, বড় ভাই নাফিস ইকবালসহ আরও কয়েকজন আত্মীয়। হুইলচেয়ারে করে ধীরে ধীরে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাঁকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন