রাহুল-আথিয়ার ঘরে নতুন সদস্য
যুগান্তর
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১২:০৯
২০২৩ সাল থেকে আজ— দীর্ঘদিনের প্রেমকে পরিণতি দেওয়ার দুই বছর। আরও একটি জায়গায় সম্পর্ক হয়েছে পরিণত। কেএল রাহুল ও আথিয়া শেঠি দম্পতির ঘরে এসেছে নতুন সদস্য। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী আথিয়া। ইন্সটাগ্রামে ভারতের তারকা ক্রিকেটার রাহুল জানিয়েছেন এই সুখবর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করে জানান, তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। বর্তমানে আথিয়ার পাশেই আছেন রাহুল। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আইপিএলে প্রথম তিন ম্যাচ খেলবেন না রাহুল। পরিবারকে সময় দিয়ে পরে ফিরবেন দিল্লি ক্যাপিটালসের দলে।