মুদ্রাস্ফীতির কঠিন সময়েও কীভাবে সঞ্চয় সম্ভব
বর্তমান বিশ্বে অর্থনৈতিক অবস্থা দিন দিন জটিল থেকে আরও জটিলতর হয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ছে। বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য এই সময় আরও বেশি সংকটময়। তাদের আয়ের একটি বড় অংশ চলে যাচ্ছে খাবার, নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং ঋণের কিস্তির পেছনে। একদিকে আয় বাড়ছে না, অন্যদিকে সবকিছুর দাম বাড়ছে। এমতাবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়— এই পরিস্থিতিতে সঞ্চয় করবো কীভাবে? আদৌ কী সঞ্চয় সম্ভব?
এর উত্তর হলো—হ্যাঁ, সঞ্চয় সম্ভব। তবে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঞ্চয়ের প্রতি মানসিকতা এবং সঠিক পরিকল্পনা। আমরা সঞ্চয় না করতে পারার পেছনে নানা অজুহাত খুঁজি—দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আয়ের অভাব, ঋণের বোঝা, বা আর্থিক বিশৃঙ্খলা। কিন্তু সঞ্চয়কে বাস্তবায়িত করার প্রথম ধাপ হলো নিজের মনের মধ্যে সঞ্চয়ের সংকল্প তৈরি করা।
সঞ্চয় করতে না পারার প্রধান কারণগুলো
সঞ্চয় না করতে পারার পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নিম্ন আয়ের মানুষ। তাদের আয়ের ৫০ শতাংশেরও বেশি খরচ হয়ে যায় শুধু খাবার এবং প্রয়োজনীয় জিনিসের পেছনে।
কিন্তু এই অবস্থায়ও আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে—আমরা সব ধরনের খরচ কমাই না। আপনি হয়তো দ্রব্যমূল্যের জন্য অভিযোগ করছেন, কিন্তু সিগারেটের খরচ বন্ধ করেছেন কি? গাড়িতে চলাফেরা কমিয়েছেন? সিনেমা হলে যাওয়া বন্ধ করেছেন? বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তর "না" হবে। কারণ, মানুষ তার আরাম-আয়েসের জন্য সহজে খরচ কমাতে চায় না।
দ্বিতীয় কারণ হলো ঋণের বোঝা। যাদের ঋণ বেশি এবং সে ঋণ থেকে কোনো রিটার্ন আসে না, তাদের পক্ষে সঞ্চয় করা কঠিন হয়ে পড়ে। ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে সঞ্চয়ের সুযোগই থাকে না। তৃতীয় কারণ হলো বাজেটিংয়ের অভাব। যাদের বাজেট নেই, তারা জানেই না তাদের টাকা কোথায় যাচ্ছে। প্রয়োজনের চেয়ে বেশি খরচ হয়ে যায় শুধু আর্থিক পরিকল্পনার অভাবে।
চতুর্থ কারণ হলো হঠাৎ আসা জরুরি খরচ। জীবনের কোনো একটি মুহূর্তে হয়তো বড় অসুখ বা দুর্ঘটনা দেখা দিলো। তখন রাতারাতি বড় অঙ্কের টাকা ব্যয় করতে হয়, যার ফলে সঞ্চয়ের সুযোগ নষ্ট হয়ে যায়। এছাড়াও আর্থিক বিশৃঙ্খলা এবং পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে অজ্ঞতা সঞ্চয়কে আরও দুরূহ করে তোলে।
- ট্যাগ:
- মতামত
- সঞ্চয়
- মুদ্রাস্ফীতি