অস্টিওম্যালেসিয়া কী, কেন হয়

প্রথম আলো প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:২৮

অস্টিওম্যালেসিয়া হলে শরীরের হাড় নরম বা দুর্বল হয়ে যায়। এর মূল কারণ, ভিটামিন ডির ঘাটতি। এই ভিটামিনের অভাবে শিশুদের হয় ‘রিকেট’। আর রোগটি যখন বড়দের, তখন বলে ‘অস্টিওম্যালেসিয়া’। ভিটামিন ডির অভাবে ক্যালসিয়াম ও ফসফরাস ঠিকমতো শরীরের হাড় গঠন করতে পারে না। আর ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ে কম থাকলে তা নরম হাড় তৈরি করে।


ভিটামিন ডির অভাবের প্রধান কারণগুলো হলো খাবারে ভিটামিন ডি না থাকা, শরীরের ত্বকে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি না হওয়া, ভিটামিন ডি শরীরে শোষিত হতে না পারা, পাকস্থলী কিংবা অন্ত্রের অস্ত্রোপচার, কিডনি বা যকৃৎ কিংবা সিলিয়াক রোগ ইত্যাদি। শরীরের বিপাকক্রিয়ায় কোনো সমস্যা হলেও এমন হতে পারে। রেনাল ফেইলিউর, রেনাল অস্টিওডিস্ট্রোফি, কিছু ওষুধ যেমন অ্যান্টি–কনভালসেন্ট, সিডেটিব বা ঘুমের ওষুধ এবং রিফামপিসিন সেবনেও ভিটামিন ডির ঘাটতি হতে পারে। এ ছাড়া রক্তে ফসফেটের পরিমাণ কমলেও এ রোগ হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও