অর্থনীতিকে সংকুচিত করবে ভ্যাট মূল্যস্ফীতি

দেশ রূপান্তর গোবিন্দ শীল প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৩২

স্বাধীনতার পাঁচ দশক পরেও বাংলাদেশের কর প্রশাসন রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাকে (ঋরংপধষ ঝুংঃবস) টেকসই করতে ব্যর্থ হয়েছে। দেশে করযোগ্য চার কোটি নাগরিকের বিপরীতে কর শনাক্তকারী নম্বর আছে মাত্র ১.১৬ কোটি মানুষের। চলতি ২০২৪-২৫ অর্থবছরের সামগ্রিক বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার মধ্যে রাজস্ব আয় থেকে আসবার কথা ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। কিন্তু দেখা যাচ্ছে চলতি অর্থবছরের প্রথম চার মাস (জুলাই-অক্টোবর) সময়ে শুল্ককর আদায়ে ঘাটতি হয়েছে ৩০ হাজার ৭৬৮ কোটি টাকা। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ৮১ শতাংশ। এটি রাজনৈতিক অস্থিরতার কারণে গত সাড়ে তিন বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ধীর প্রবৃদ্ধি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও