হাসিনার হাত থেকে রক্ষা পাননি পিলখানার ইমামও
সেনাবাহিনী ও বিডিআরের মতো দুটি সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন কারা-নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় ‘কারা-নির্যাতিত বিডিআর পরিবার’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বক্তারা।
সংবাদ সম্মেলনে বিডিআর পরিবারের সদস্যরা বলেন, ২০০৯ সালে তৎকালীন দুটি সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করার পাশাপাশি খুনি হাসিনার অবৈধ ক্ষমতাকে সুসংহত করার উদ্দেশ্য ছিল এই হত্যাকাণ্ড। এটা ছিল দেশি-বিদেশি চক্রান্তের নীল নকশার সফল বাস্তবায়ন। কিন্তু হাসিনা এই হত্যাকাণ্ডকে অত্যন্ত চতুরতার সঙ্গে বিডিআর বিদ্রোহ বলে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে প্রকৃত সত্যকে আড়াল করার উদ্দেশ্যে তদন্তের নামে হেফাজতে ৪৭ জন নিরীহ বিডিআর জওয়ানকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। যে সব বিডিআর জওয়ান প্রকৃত সত্য প্রকাশ করতে যাচ্ছিল তাদেরকেই তদন্তের নামে মেরে ফেলা হয় এবং এই খুনি হাসিনার হাত থেকে পিলখানার পেশ ইমামও রক্ষা পাননি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পিলখানা হত্যাকাণ্ড
- পিলখানা