শান্তি নিয়ে তোড়জোড়ের মধ্যে ইউক্রেন যেভাবে যুদ্ধে মাটি হারাচ্ছে
হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের মাত্র এক সপ্তাহ আগে ইউক্রেন আসন্ন মাসগুলোর জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘ ফ্রন্টলাইনের কয়েক জায়গায় রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের সেনাদের পিছু হটতে হচ্ছে। যুদ্ধ করার মতো অভিজ্ঞ সেনার ঘাটতি যেমন আছে, আবার সামনের দিনগুলোতে এখনকার মতো সামরিক সহায়তা পাওয়া যাবে কি না, তা নিয়েও সন্দেহ আছে।
কিয়েভে জেলেনস্কি সরকার মস্কো ও ওয়াশিংটনের দিক থেকে কোন সংকেত আসে, তার জন্য অপেক্ষা করে আছে। প্রায় প্রতিদিনই একটা ‘ন্যায্য শান্তির’ আকাঙ্ক্ষার কথা তারা পুনরাবৃত্তি করে চলেছে। রাশিয়ার কাছ থেকে দখলকৃত ভূমি পুনরুদ্ধারের চিন্তা অনির্দিষ্টকালের জন্য থেমে গেছে।
ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও রুশ বাহিনী নির্বিকারভাবে দোনেৎস্ক অঞ্চলে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রাশিয়া অবৈধভাবে নিজেদের অংশ বলে ঘোষণা দিয়েছে তার একটি হলো দোনেৎস্ক। রাশিয়া সেটিকে পুরোপুরি দখলে নেওয়ার জন্য এগোচ্ছে।
রুশ বাহিনী ফসলের মাঠ ও রাস্তা দখল করতে করতে দোনেৎস্কের শিল্পাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।