নীতি দুর্নীতি অর্থনীতি : বিপদে কেউ এগিয়ে আসছে না কেন?

যুগান্তর ড. আর এম দেবনাথ প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০৮:৪৩

ছোটবেলা থেকেই শুনে আসছি, বিপদ একা আসে না। যখন আসে, তখন একের পর এক বিপদ আসে। আবার বিপরীতে বলা হতো, বিপদের দিনে কাউকে পাওয়া যায় না। কার বেলায় কথাগুলো কতটুকু সত্য, জানি না। তবে আমার বেলায় দেখেছি, কথাগুলো ভীষণ সত্য। জীবনে দেখেছি, বিপদ-আপদ আসছে তো আসছেই। সাহায্য-সহযোগিতা প্রার্থনা করছি; কিন্তু তা পাচ্ছি না। মনে হয়, অনেকেরই অভিজ্ঞতা এরকম, না হলে তা ব্যতিক্রম।


এখন দেখা যাচ্ছে, রাষ্ট্রের বেলাতেও তাই-বিশেষ করে আমাদের বেলায়। আমাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিপদের পর বিপদ, সমস্যার পর সমস্যা, একের পর এক। এই যে পরিস্থিতি, তা শুরু হয়েছে আজ থেকে ৪-৫ বছর আগে। চলছিল ভালোই। বিশ্বের তাবৎ লোকজন আমাদের প্রশংসা করেছে এবং তা কাগজগুলোতে ফলাও করে প্রকাশিত হয়েছে। কিন্তু প্রথম বিপদ আসে করোনার সময়। রাজনীতি, সমাজ ও অর্থনীতি সব আক্রান্ত হয়। হাজার হাজার লোক মারা যায়। শিল্প-কারখানা, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি, পরিবার সব বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনকি ঘরের ভেতরেও একসঙ্গে আরেকজনের দূরত্ব রাখতে হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও