হুমকির মুখে নিঝুম দ্বীপের জীববৈচিত্র্য
সাধারণ মানুষের মধ্যে এ তথ্য এখনো প্রায় অপ্রচারিত যে, সুন্দরবনের পর বাংলাদেশের বৃহত্তম লোনা পানির বনাঞ্চল হচ্ছে নিঝুম দ্বীপের বন। বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় গত শতাব্দীর চল্লিশের দশকের গোড়ায় জেগে ওঠা এই দ্বীপ সুন্দরবনের মতোই প্রায় সম জীববৈচিত্র্যসম্পন্ন। অনুকূল আবহাওয়া ও জলবায়ুর কারণে এ দ্বীপে মানববসতি গড়ে ওঠা, বৃক্ষরাজির জন্মলাভ এবং অন্য প্রাণিকুলের আবির্ভাব সবই ঘটেছে তুলনামূলকভাবে অনেকটাই দ্রুতগতিতে।
এখানে মানববসতি শুরু হয় ১৯৫০-এর দশকের গোড়ায়, যদিও ১৯৭০-এর ভয়াবহ ঘূর্ণিঝড়ের অব্যবহিত পর সেখানে আর কোনো জীবিত মানুষকে খুঁজে পাওয়া যায়নি। তবে অতি অল্প সময়ের মধ্যেই সেখানে আবারও মানুষের বসবাস শুরু হয় এবং একই ধারায় বাড়তে থাকে গাছগাছালি ও পশুপাখির সংখ্যা। কিন্তু চরম হতাশা ও দুর্ভাগ্যের বিষয় এই যে, কতিপয় লুটেরা ও ক্ষমতার আশীর্বাদপুষ্ট মানুষের লোভ ও নিষ্ঠুরতার কারণে এ ত্রিপক্ষীয় (মানুষ, বন ও পশুপাখি) বৃদ্ধির ধারা খুব বেশিদিন টিকে থাকতে পারেনি।
- ট্যাগ:
- মতামত
- জীববৈচিত্র্য
- নিঝুম দ্বীপ